Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেনঃ

ইন্সটিটিউট কর্তৃপক্ষের অনুমতি ও নমুনার ধরণের উপর ভিত্তি করে নির্ধারিত সেবামূল্য প্রদান সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে নমুনার রাসায়নিক বিশ্লেষণ বা অন্যান্য পরীক্ষণ এবং ফলাফল প্রদান করা হয়ে থাকে।

মাইনিং, মিনারেলজি এবং মেটালার্জি বিষয়ক শিল্প-কারখানার কাঁচামাল ও উৎপাদিত নমুনার রাসায়নিক বিশ্লেষণ, পরীক্ষণ ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান।

খনিজ বালু, নদ-নদী ও সমুদ্র সৈকতের বালু, পাথর, কাদা-মাটির মিনারেলজিক্যাল ও রাসায়নিক বিশ্লেষণ।

ভূ-গর্ভস্থ ও ভূ-পৃষ্ঠের পানি, কয়লা, পীট ইত্যাদির রাসায়নিক বিশ্লেষণ।

সিরামিক ও অন্যান্য কোম্পানীর অ্যালুমিনিয়াম বল, রং, ধাতব বস্তু ইত্যাদির রাসায়নিক বিশ্লেষণ।

চোরাচালান রোধে আইন-শৃংখলা বাহিনী কর্তৃক হীরা/কোয়ার্টজ বা যে কোন নমুনার রাসায়নিক বিশ্লেষণ ও পরীক্ষণ।

বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের এমএস রড ও কনক্রিট ব্লক পরীক্ষণ ।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণামূলক নমুনার রাসায়নিক বিশ্লেষণ এবং যন্ত্রপাতি পরিচালনা ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রী গ্রহণে সহায়তা প্রদান।

এম.এস বা এম.এসসি/এম.ফিল/পিএইচ.ডি শিক্ষার্থীদের কো-সুপারভাইজ করাসহ গবেষণার সুযোগ সুবিধা প্রদান।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল/পলিটেকনিক্যাল ইন্সটিটিউট/কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের/সরকারী ও বেসরকারী সংস্থা, শিল্প কারখানায় কর্মরত কর্মকর্তাগণকে মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে নিম্নলিখিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ঃ

Mining and Mineral Exploration.

Petrology, Mineralogy and Geochemistry.

Ore Geology.

Coal Geology and Chemistry.

Heat Treatment and Foundry Technology.

Mechanical Metallurgy.

Extractive and Powder Metallurgy

Advanced Ceramic Engineering